Aug 22, 2020

মেহেরপুর পৌর মেয়রের বোসপাড়ার উন্নয়ন কাজ পরিদর্শন

featured image

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন পৌর এলাকার ২ নং ওয়ার্ডের বোসপাড়ার দীর্ঘ দিনের অহেলিত রাস্তার ড্রেন ও বৈদ্যুতিক পোল বসানোর চলমান কাজ পরিদর্শন করেন।

শনিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান শহরের দুই নম্বর ওয়ার্ড বোষপাড়া দীর্ঘদিনের অবহেলিত নির্মাণাধীন ড্রেনের কাজ পরিদর্শন করেন। এসময় পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান, কাউন্সিলর আল মামুনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।

The post মেহেরপুর পৌর মেয়রের বোসপাড়ার উন্নয়ন কাজ পরিদর্শন appeared first on Meherpur News.


SHARE THIS