Aug 22, 2020

এখনো গভীর কোমায় প্রণব মুখার্জি

featured image

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুই সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তজমাট বাঁধার কারণে সাবেক ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অস্ত্রোপচার করা হয়। তারপর থেকে এখন পর্যন্ত গভীর কোমায় আছেন তিনি। এখনও তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে বলে এক বুলেটিনে জানিয়েছে দিল্লির সামরিক হাসপাতাল।

আজ শনিবার (২২ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, প্রণবের অবস্থা এখনও স্থিতিশীল। অস্ত্রোপচারের কদিন পর তার শ্বাসযন্ত্রে সংক্রমণের চিকিৎসা চলছে বলে জানায় তারা।

প্রণবের সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এক বুলেটিনে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালেও প্রণব মুখার্জির স্বাস্থ্যের অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি গভীর কোমায় রয়েছেন এবং তার শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসা চলছে। তার শারীরিক প্যারামিটার স্থিতিশীল। এখনও তাকে ভেন্টিলেটরের সহায়তায় রাখা হয়েছে।’

গত ১০ আগস্ট হাসপাতালে একটি পরীক্ষা করাতে গিয়ে করোনাভাইরাস ধরা পড়ে প্রণবের। নিজেই টুইটারে পজিটিভ হওয়ার খবর জানান। একই দিনে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

গত বছর ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণ পাওয়া প্রণব ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলান।


SHARE THIS