Aug 21, 2020

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

featured image

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলে বাস-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরের দিকে নগরীর রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজন শিক্ষক রয়েছেন বলে জানা গেছে। হতাহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। আহত ২জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

টাঙ্গাইল সদরের ট্রাফিক পুলিশের সার্জন কাওসার আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় সিএন‌জি চালিত টেম্পু মহাসড়ক পাড় হওয়ার সময় বাসের সাথে সংঘর্ষ হয়। প‌রে গুরুতর আহতাবস্থায় ৬ জন‌কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প‌রে চিকিৎসাধীন অবস্থায় ৪ জ‌নের মৃত্যু হয়। বাকি দুইজন‌কে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকায় পাঠা‌নো হ‌য়ে‌ছে। ত‌বে নিহতরা একই প‌রিবারের ব‌লে জানা গে‌ছে।

Facebook 0 Twitter 0 LinkedIn Messenger Print 0Shares


SHARE THIS