
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশনের কর আদায় শাখার কর্মকর্তা সৈয়দ মিজান আহমদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ১টায় সিলেটে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও জন্মেজয় দত্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেট নগরী আখালিয়াস্থ ৬৩-সি, লেক সিটি-এর বাসিন্দা ও সিলেট সিটি কর্পোরেশনের কর শাখার কর্মকর্তা সৈয়দ মিজান দীর্ঘদিন থেকে কিডনি রোগে ভুগছিলেন। তার দুই কিডনিই কার্যকারিতা হারিয়েছে। এ সমস্যা নিয়ে তিনি গত চারদিন আগে সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে থাকা অবস্থায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
পরে রাগীব-রাবেয়া থেকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে তাকে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সৈয়দ মিজান মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে, শুক্রবার (২১ আগস্ট) জুম্মার নামাজের পরে স্বাস্থ্যবিধি মেনে তাকে নগরীর মানিকপীর টিলায় দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
Facebook 0 Twitter 0 LinkedIn Messenger Print 0Shares