
মেহেরপুর নিউজ
বর্তমান করোনা পরিস্থিতিতে শহরের অন্য পরিসেবা যেন ব্যাহত না হয় তার জন্য বিশেষ নজর দিচ্ছে মেহেরপুর পৌরসভা। বিশেষ করে করোনার দাপটের মধ্য ডেঙ্গু বিস্তার করতে না পারে সে দিকে লক্ষ রেখে মেহেরপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার পৌরসভার কর্মীরা মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে করেন। এর আগে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন মশক নিধন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন সেখানে উপস্থিত ছিলেন।
The post মেহেরপুর পৌরসভার মশক নিধন কর্মসূচির উদ্বোধন appeared first on Meherpur News.