Aug 22, 2020

মাগুরায় আজ ২৭জন জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছে

featured image

বিশেষ প্রতিবেদক : আজ শনিবার মাগুরায় ২৭জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। এই নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ৫৬৭ জন। অন্যদিকে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭২৩ জন । মৃত্যু হয়েছে ১৪ জন ।
মাগুরা সিভিল সার্জন অফিস সুত্রে জানাযায় , মাগুরায় আজ শনিবার নতুন করে কেউ করোনায় আক্রান্ত হযনি। জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭২৩ জন । মৃত্যু হয়েছে ১৪ জন । সুস্থ হয়েছে ৫৬৭ জন। হোম আইসোলেশনে আছেন ১২০ জন ।


SHARE THIS