
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের সামন থেকে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি অ্যাম্বুলেন্স ( ঢাকা মেট্রো-ছ-১১-১০৭৬) থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে র্যাব।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ওষুধ জব্দের কথা জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) একেএম কামরুজ্জামান।
তিনি জানান, অ্যাম্বুলেন্স থেকে উদ্ধারকৃত ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ওষুদের বাজার মূল্য ২০ লাখ টাকা। শুক্রবার (২১ আগস্ট) রাতে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার ল্যাফটেন্টে কর্ণেল আবু মুছা শরীফুল ইসলাম পিএসসি,এএসসি এর নেতুত্বে অতিরিক্ত পুলিশ সুপার এএসপি নাহিদ হাসান সমন্বয়ে র্যাব এ অভিযান চালায়।
পরবর্তীতে র্যাব অ্যাম্বুলেন্সসহ জব্দকৃত ভারতীয় ওষুধ সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করে।
Facebook 0 Twitter 0 LinkedIn Messenger Print 0Shares