Aug 21, 2020

গোভীপুরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

featured image

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গোভিপুর ভৈরব ক্লাব ও চাঁদবিল শেরেবাংলা ক্লাব এর মধ্যকার প্রীতি ফুটবল খেলায় স্বাগতিক ভৈরব ক্লাব জয়লাভ করেছে। খেলায় ভৈরব ক্লাব ৪-১ গোলে চাঁদবিল শেরেবাংলা ক্লাবকে পরাজিত করে।

The post গোভীপুরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত appeared first on Meherpur News.


SHARE THIS