Aug 22, 2020

মেহেরপুরে আউশ ধান কর্তন উৎসবের উদ্বোধন

featured image

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুরে আউশ ধান কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে। কৃষিমন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আউশ ধান কর্তন এর উদ্বোধন ঘোষণা করেন।

শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার কাঁলাচাদপুর মাঠে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আউশ ধান কর্তন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসিরুজ্জামান, মহাপরিচালক আবদুল মুঈদ, শাহজাহান কবির, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদৃল আলম।

এছাড়াও বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। পরে সেখানে আউশ ধান কর্তন এর উদ্বোধন করা হয।

The post মেহেরপুরে আউশ ধান কর্তন উৎসবের উদ্বোধন appeared first on Meherpur News.


SHARE THIS