Aug 23, 2020

আমজাদ-ইকবাল-সাইফুল-লিটন পরিষদের নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন

featured image

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ২০২০- ২৪ নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আমজাদ-ইকবাল-সাইফুল-লিটন পরিষদের প্যানেল কার্যক্রম পরিচালনার জন্য কোটপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অফিস উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার নির্বাচনে আমজাদ-ইকবাল পরিষদের আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই অফিস থেকে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। অফিস উদ্বোধনকালে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমজাদ আলী খান ক্রীড়াঙ্গণে দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং প্রসঙ্গে আলোকপাত করেন সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত সাধারন সম্পাদক পদপ্রার্থী খন্দকার ইকবাল মাহমুদ, মীর সাইফুল ইসলাম, মোহাম্মদ রেজাউর রহমান, কাজী সাইদুর রহমান, হাসেম আলী, কাজী মিজানুর রহমান লিটন, মেহেরুন্নেসা বিউটসহ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন। বর্তমানে ক্রীড়া সংস্থার জেলার ক্রীড়াঙ্গনের স্থবিরতা দুর করার লক্ষ্যে স্বাধীনতার স্বপক্ষের ক্লাব ঐক্য পরিষদের মনোনীত প্যানেলকে জয়যুক্ত করে ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে এই পরিষদ নির্বাচিত হলে আগামী দিনে জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেকটি লিগ যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার ব্যবস্থা করা হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড়দেরকে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি


SHARE THIS