
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে শনিবার (২২ আগস্ট) নতুন করে আরও ৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ২১ জন।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার ওসমানীর ল্যাবে ৩৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের দুইজন ও মৌলভীবাজারের ২৩ জন।
এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, শনিবার শাবির ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ১৪ জন এবং সিলেটের ৬ জন রয়েছেন।
এনিয়ে শনিবার (২৩ আগস্ট) রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫৩১৩ জন, সুনামগঞ্জে ১৯১২ জন, হবিগঞ্জে ১৪৩৬ জন এবং মৌলভীবাজারে ১৩৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর শনিবার পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ৮৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ২ হাজার ৭১৯, সুনামগঞ্জে ১ হাজার ৪৪৮, হবিগঞ্জে ৯৩০, মৌলভীবাজারে ৮০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৭৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১২৬ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ১৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
Facebook 0 Twitter 0 LinkedIn Messenger Print 0Shares