Aug 22, 2020

যশোরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া

featured image

যশোর : জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত ২১ আগস্টের বর্বোরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শার্শা উপজেলার নাভারনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকালে নাভারন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান। বক্তব্য রাখেন- যশোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলক সরদার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধক্ষ অহিদুজ্জামান অহিদ, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, শার্শা উপজেলা আওয়ামী বাস্তহারা লীগের সভাপতি আবুল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, যুবলীগ নেতা জাকির হোসেন, গোলাম মোস্তফা, আসাদুজ্জামান আসাদ, মশিয়ার রহমান প্রমুখ।


SHARE THIS