Aug 22, 2020

সুন্দরবনে ৪টি নৌকাসহ অবৈধ চিংড়ি মাছ আটক

featured image

কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদের সহযোগী স্টেশন কর্মকর্তা আঃ হাকিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪টি নৌকা সহ বিপুল পরিমান চিংড়ি মাছ আটক করেছে। এসময় বন বিভাগের অভিযান জানতে পেরে নৌকায় থাকা জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়। জানা যায়, শুক্রবার ভোর রাতে পাথরখালী এলাকায় অভিযান চালিয়ে নৌকা সহ এ সকল মাছ আটক করা হয়। আটককৃত মাছ নিলামের মাধ্যমে ৫৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, সুন্দরবন থেকে কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদের সহযোগী স্টেশন কর্মকর্তা আঃ হাকিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪টি নৌকা সহ বিপুল পরিমান চিংড়ি মাছ আটক করেছে। এসময় বন বিভাগের অভিযান জানতে পেরে নৌকায় থাকা জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়। জানা যায়, শুক্রবার ভোর রাতে পাথরখালী এলাকায় অভিযান চালিয়ে নৌকা সহ এ সকল মাছ আটক করা হয়। আটককৃত মাছ নিলামের মাধ্যমে ৫৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, সুন্দরবন থেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে এ সকল নৌকা সহ মাছ আটক করা হয়। এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অপর দিকে গত ১৮ আগষ্ট বানিয়াখালী স্টেশন কর্মকর্তা কাজী মাহফুজুল হকের নির্দেশে কয়রা টহল ফাঁড়ির স্টাফরা অভিযান চালিয়ে অবৈধ ভেশাল জাল,নৌকা সহ প্রায় ১ মন বিষ দিয়ে মারা চিংড়ি মাছ আটক করে। আটককৃত মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়। অভিযানকালে কয়রা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ, বন প্রহরী রুবায়েত শামীম উপস্থিত ছিলেন।%MCEPASTEBIN%


SHARE THIS