
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে শুক্রবার ১১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫০ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৬৫ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানীর ল্যাবে ১৭৯ টি নমুনা গ্রহণ করা হয়। এছাড়া পূর্বে সংগ্রহীত আরও কিছু নমুনাসহ মোট ২৮২ পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জ জেলায় ১ জন ও মৌলভীবাজার জেলার ১৭ জন রয়েছেন বলেও জানান তিনি।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এই ৬৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। শনাক্ত হওয়া ৬৫ জনের মধ্যে ৬৫ জনের সিলেটের ২৩ জন, সুনামগঞ্জের ১৯ জন, মৌলভীবাজারের ১৫ জন ও হবিগঞ্জের ৮ জন রোগী রয়েছেন।
এনিয়ে শুক্রবার (২১ আগস্ট) রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৯৫৯ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৫২৮৮ জন, সুনামগঞ্জে ১৮৯৩ জন, হবিগঞ্জে ১৪৩৩ জন এবং মৌলভীবাজারে ১৩৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর শুক্রবার (২১ আগস্ট) পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ৫০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ২ হাজার ৩৩০, সুনামগঞ্জে ১ হাজার ৪৪৬, হবিগঞ্জে ৯৩০, মৌলভীবাজারে ৮০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এপর্যন্ত মারা গেলেন ১৭৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ১২৫ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
Facebook 0 Twitter 0 LinkedIn Messenger Print 0Shares