Aug 21, 2020

২১ আগস্ট শহীদদের স্মরণে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠান

featured image

মেহেরপুর নিউজ:

বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের বাসভবনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস।

সভায় বক্তারা ২১ আগস্ট বোমা হামলাকারীদের পাশাপাশি এর পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনার দাবি করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন প্রমুখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।

The post ২১ আগস্ট শহীদদের স্মরণে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠান appeared first on Meherpur News.


SHARE THIS