
নড়াইল প্রতিনিধি
করোনায় আক্রান্ত হয়ে নড়াইলের লোহাগড়া বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী তরিকুল ইসলাম লাল্টু মারা গেছেন। বৃহস্পতিবার রাত সড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।
জানা যায়, লোহাগড়া পৌরসভার পোদ্দারপাড়ার আশরাফ আলী খান বাবুর ছেলে তরিকুল ১০/১২ দিন আগে জ¦র ও শ^াসকষ্টে আক্রান্ত হন। পরে তার নমুনা পরীক্ষায় দেয়া হলে ১৭ আগস্ট রেজাল্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার দিনগত রাতে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তরিকুল মারা যান। শুক্রবার সকাল সাড়ে ১০টায় লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে বঙ্গবন্ধু স্কোয়াডের দাফণ টীমের সদস্যরা লোহাগড়া কবরস্থানে তাঁকে দাফন করেন। এ নিয়ে জেলা করোনায় আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হলো।