Aug 22, 2020

ভালুকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬

featured image

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল নোমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি ভালুকা ডিগ্রি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক ও পাঁচ যাত্রী নিহত হয়।

তিনি জানান, নিহতদের মধ‌্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।


SHARE THIS