Aug 22, 2020

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ২ গরু ব্যবসায়ী নিহত

featured image

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে দুই ট্রাকের সংঘর্ষে ২ জন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। দুর্ঘটনায় ৪টি গরু মারা গেছে এবং জখম হয়েছে আরও অন্তত ২৫টি গরু।

শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে যশোরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার সাইদুল ইসলাম (৪২) ও মোস্তাকিম (২০)।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, গরু বোঝাই একটি ট্রাক কুড়িগ্রামের রৌমারী থেকে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া যাচ্ছিল। যাওয়ার পথে যশোরা নামক এলাকায় দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই দুই গরু ব্যবসায়ী মারা যান। আরও ৩ জন আহত হন। ৪টি গরু মারা গেছে, জখম হয়েছে আরও ২৫ টি গরু।

এদিকে নান্দাইল হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল হক জানিয়েছেন, মরদেহগুলো হাইওয়ে থানা থেকে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook 0 Twitter 0 LinkedIn Messenger Print 0Shares


SHARE THIS