
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় ঢাকাগামী এক বাসের ধাক্কায় একটি প্রাইভেটকারের চালকসহ ছয় যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ভালুকা ডিগ্রি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল নোমান জানান, নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ নারী ও ১ শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী প্রাইভেটকারটি ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও পাঁচ যাত্রী নিহত হন।
Facebook 0 Twitter 0 LinkedIn Messenger Print 0Shares