Aug 22, 2020

খালিশপুরে হাসিবুর হত্যায় দুই আসামীর জবানবন্দি

featured image

অপর দুই আসামী ৭ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার :
নগরীর খালিশপুরে হাসিব হত্যা মামলায় গ্রেফতার হওয়া চার আসামীর মধ্যে দুই জন স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে আদালতে। অপর দুই আসামীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০ আগষ্ট নিহত হাসিবের পিতা মোঃ হাবিবুর রহমান বাদি হয়ে ২০ জন এজাহার নামীয় ও ৫/৬ আজ্ঞাতনামাকে আসামী একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৭)। পুলিশ অভিযান চালিয়ে পৌরসভা মোড়ের মৃত আঃ কাদেরর পুত্র মোঃ ইথুন (২৩), খালিশপুর ২১৩ নং রোডের গোলাম মোস্তফার পুত্র তুষার (২৩) ও পিপলস পাঁচতলা কলোনীর মোঃ নাজমুলের পুত্র মোঃ সাকিব (২১) কে আটক করে। অন্যদিকে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে পিপলস পাঁচতলা কলোনীর মোঃ নাজমুল হোসেনের পুত্র নাইমুর রহমান ফাহিম (১৮)কে আটক করে। গতকাল ৪ জনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালতে সাকিব ও ফাহিম স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। অপর দুই আসামী ইথুন ও তুষারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তদন্তকারী জানান। মামলায় ২১ জন আসামীর মধ্যে ৪ জন গ্রেফতার হলেও বাকি আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। খালিশপুর থানার ওসি মোঃ সাব্বিরুল আলম জানান, অন্যান্য আসামীদের গ্রেফতার করতে জোর প্রচেষ্টা চলছে। পলাতক আসামীর মধ্যে তৈয়্যবা কলোনীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরের পুত্র মোঃ সৈকত (৩৫), লাভরোড নিবাসী কুদ্দুস মোল্যার পুত্র মোঃ আরাফাত (৩২), মোগারমোড়ের পাশে মোঃ বাবুর পুত্র ও থানা মহিলা আ’লীগের সভাপতি শারমিন রহমান শিখার পুত্র অন্তুু (৩২), তৈয়্যবা কলোনীর রুনু হাওলাদারের পুত্র হাসান রাব্বি (২৬), গোয়ালপাড়া পাওয়ার হাউজ গেট সংলগ্ন নুরুর পুত্র সাজ্জদ (২০), একই এলাকার সেন্টুর পুত্র হৃদয় (২০), টিএন্ডটি এলাকার স্বামীহারা রোডের নান্নুর পুত্র তুষার (২২), তৈয়্যবা কলোনীর জাকিরের পুত্র রাব্বি ওরফে নাটা রাব্বি (২৫), তৈয়্যবা কলোনীর ফকরুলের পুত্র সাইফুল (২৫), বঙ্গবাসী মোড়ের মান্নানের পুত্র বাবু ওরফে পয়েন্ট (২৫), তৈয়্যবা কলোনীর রুবেল, কলোনীর জব্বারের পুত্র রায়হান (২২), মনির হাজ্বীর মসজিদের পাশে আবুল দারোগার বাড়ির ভাড়াটিয়া আমির খানের দুই পুত্র আরিফ (২৮) ও মুন্না (২২), তৈয়্যবা কলোনীর নাটা জুয়েল, বঙ্গবাসি মোড়ের কালামের পুত্র সালমান (১৯), ভাষানি স্কুলের সামনে আমিন উদ্দিন ঠিকাদারের পুত্র বাবু (২৮)। উল্লেখ্য গত ১৯ আগষ্ট লাল হাসপাতলের সামনে ক্রিয়েটিভ কাটস এন্ড কফি সপের সামনে হাসিব, জুবায়ের, রানাসহ কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল। এ সময় পুর্ব থেকে ওৎপেতে থাকা একদল মুখোষ ধারী সন্ত্রাসী রামদা, চাইনিজ কুড়াল, ছোড়াসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। হামলায় হাসিবুর রহমান হাসিব ধারালো অস্ত্রের কোপে নিহত হয়। এ ঘটনায় জুবায়ের ও রানা নামে আরো দুইজন গুরুত্বর জখম হয়। এরমধ্যে জুবায়েরের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মামলায় ২১ জন আসামীর মধ্যে ১৭ জন পলাতক।


SHARE THIS