Aug 23, 2020

করোনা মোকাবেলায় ত্রান বিতরণসহ বহুমূখী জন কল্যানমূলক কার্যক্রমে সেনাবাহিনী

featured image

খবর বিজ্ঞপ্তি : প্রাণঘাতী করোনা মোকাবেলায় নিজেদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশের আপামর মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় অন্যান্য দিনের মত আজও দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় এবং সত্যিকারের দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে করোনার ভয়াল থাবা থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে সেনা সদস্যরা নিয়মিত টহল জোরদার করেছে। এছাড়া ও জনসমাগম এড়াতে নজরদারি বৃদ্ধি, গণপরিবহন মনিটারিং, মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও ঔষধ বিতরণএবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতি মালা বাস্তবায়ন সহ নানা বিধ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে দূর্যোগ মোকাবেলার অংশ হিসেবে খুলনা ও সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্থ বেড়ি বাঁধ মেরামতের চেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি ত্রান বিতরণ, ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং ঔষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


SHARE THIS