Aug 23, 2020

দৌলতপুরে শোক দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা

featured image

স্টাফ রিেেপার্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা অডিটোরিয়ামে দৌলতপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তিলক কুমার গোস্বামী। সভা সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুজ্জামান বাবু। প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক বিভূতি ভূষণ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যশোর বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র, শাহীন জামাল পন, শেখ মফিজুর রহমান হিরু। উপস্থিত ছিলেন শ্যামল কুমার সিংহ, অধ্যাপক মাধব কৃষ্ণ মন্ডল, নুরুল ইসলাম নুরু, মানিক ঠাকুর বাপ্পা, রিপন আহম্মেদ, রবীন্দ্রনাথ,অনিরুদ্ধ রায়, ডাক্তার এম এ মান্নান ইকবাল আহম্মেদ ধ্বনি, মোহাম্মাদ সেলিমসহ সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনের শিল্পীরা সঙ্গীত ও আবৃতি পরিবেশন করে।


SHARE THIS