Aug 23, 2020

প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্নার ইন্তেকাল, শোক

featured image

স্টাফ রিপোর্টার
খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের পরিচালক ওয়াদুদুর রহমান পান্না শনিবার বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না … রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বেশ কয়েকদিন ধরে ফুসফুস ও হৃদপিন্ডে সমস্যার কারণে চিকিসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ভাই, বোনসহ অসংখ্য, আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকালে বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট দেখা দিলে সকাল সাড়ে ৯টারদিকে প্রথমে তাকে খুলনা সিটি মেডিকেলে নেয়া হয়। এরপর সকাল সাড়ে ১০টায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগ ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তিনি অবিবাহিত ছিলেন। রাতেই মরুহুমের মরদেহ বসুপাড়াস্থ নিজ বাড়িতে নেয়া হয়।
সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না ষাটের দশকে সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি বাংলার বানী পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দৈনিক জন্মভূমি পত্রিকায় দীর্ঘদিন বার্তা সম্পাদকের দায়িত্ব পালনের পর সম্পাদক শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর মৃত্যুর পর তিনি সম্পাদকের দায়িত্ব নেন। দীর্ঘদিন ওইপদেই তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা প্রেসক্লাবের সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
মরুহুম ওয়াদুদুর রহমান পান্না’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ রবিবার সকাল ১০টায় মরদেহ ¬¬¬জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনে রাখা হবে। এরপর যোহর বাদ পশ্চিম বানিয়াখামার মোড়ল বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হবে।
বিশিষ্ট সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না’র ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, দীর্ঘ সাংবাদিকতার জীবনে তিনি খুলনা প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি শিশু সংগঠক হিসেবে এবং শিশু শিক্ষা বিকাশে অবদান রেখেছেন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বাংলাদেশ কিন্ডারগার্টেন ফেডারেশন, সুর ছন্দ খুলনা, আব্বাসউদ্দীন একাডেমী, মঞ্চ কথা, অনিকেত, সুরের টানে, খুলনা প্রেসক্লাব, জোহরা খাতুন শিশু বিদ্যালয়, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল খুলনা, আর্টিস্ট কেলাব, বাংলাদেশ ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন, নান্দিক, লাইফ লাইন স্কুল, জণিত কিন্ডারগার্ডেন, নতুন কুড়ি, কিন্ডার গার্টেন, শিশু বিদ্যানিকেতন, হাজী আকরাম শিশু শিক্ষা, গোল্ডেন কিন্ডার গার্টেন, আমির খসরু শিশু বিদ্যালয়, ন্যাশনাল কিন্ডারগার্টেন ইসলামিয়া কিন্ডারগার্টেন, চিল্ড্রেন সান ফ্লাওয়ার নার্সারি স্কুল, গ্রীন হার্ট কিন্ডারগার্টেন বাগেরহাট।
এদিকে সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। বিবৃতিদাতারা হলেন- বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, কেইউজে’র সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা।
তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ হলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, উর্দ্ধতন সহ-সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ আলি খোকন, সহ-সভাপতি জি এম মহিউদ্দিন, কাউন্সিলর মাজেদা খাতুন, কবি সৈয়দ আলি হাকিম, এ্যাডভোকেট কাজী আমিনুল ইসলাম, শেখ হেদায়েত হোসেন হিদু ও ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলি, এস এম মিজানুর রহমান, মো. মনির হোসেন ও এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, ধর্ম বিষয়ক সম্পাদক মুন্সি আহমেদ হোসেনসহ সংগঠনের সকল সদস্য।
পরিবারের পক্ষে নির্বাহী পরিচালকদ্বয় স্বপন কুমার গুহ এবং রফিকুল ইসলাম খোকন এক শোক বার্তায় ওয়াদুদুর রহমান পান্নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী রুহের মাগফিরাত কামনা করেছেন।
গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑখুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড কৌশিক দে বাপী, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড অজয় দে, কমরেড বাবুল আখতার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ।
অনুরূপ শোক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, সহ-সভাপতি দেবব্রত রায়, সাবেক সভাপতি দ্বয় বাপ্পী খান, আনোয়ারুল ইসলাম কাজল, সহ-সভাপতি বাহারুল আলম, যুগ্ম-সম্পাদক কাজী শান্ত, হেলাল মোল্লা, কোষধ্যক্ষ সাগর সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক মো. সোহেল রানা। সদস্য এম এ হাসান, মামুন হাওলাদার, এম এম মিন্টু, আরজি উজ্জল, তুফান গাইন, আব্দুর রাজ্জাক, মাঞ্জারুল ইসলাম, শেখ শান্ত প্রমুখ।
সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এহতেশামুল হক শাওন।
সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এহতেশামুল হক শাওন।


SHARE THIS