Aug 23, 2020

দৌলতপুরে দেয়ানা করবখানা রেজিস্টারের ইন্তেকাল

featured image

৪নং ওয়ার্ড প্রতিনিধিঃ নগরীর দৌলতপুর দেয়ানা উত্তর পাড়া বাসিন্দা ও দেয়ানা উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, খুলনা সিটি কর্পোশনের আওয়াতাধীন দেয়ানা কবরখানার রেজিস্টার আলহাজ্ব শেখ আঃ ওয়াদুদ (৭৫) বৃহস্পতিবার বিকাল ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না ……… রজিউন)। তিনি ৩০ বছর যাবৎ দেয়ানা উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বও সুনামের সাথে খুলনা সিটি কর্পোশনের আওয়াতাধীন দেয়ানা কবরখানার রেজিস্টার দায়িত্বপালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্যকগুনগ্রাহী রেখে যান। বাদ জুম্মা কেন্দ্রীয় দেয়ানা উত্তরপাড়া ঈদগায়ে নামাযে জানাযা শেষে তার কর্মস্থল দেয়ানা কবরখানায় তাকে দাফন করা হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের মুসাল্লিবৃন্দ, দৌলতপুরের বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


SHARE THIS